চাঁদ দেখা যায়নি : সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

0
4

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ সেখানে ছিলো ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় আগামী কাল বুধবার ৩০ রমজান পূর্ণ হবে। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।

এর আগে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিক ও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার অনুরোধ করেছিল। তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে।

সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে বৃহস্পতিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর বৃহস্পতিবার পালন করা হবে। এদিকে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানেও ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার। তাই বাংলাদেশে বৃহস্পতি বা শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here