চিত্রনায়িকা পরীমণির জামিন শুনানি আজ

0
7

বিনোদন প্রতিবেদক

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।

পরীমণির জামিন আবেদনের শুনানি দ্রুত করার প্রশ্নে হাইকোর্ট কর্তৃক রুল জারির পর গত রোববার এ সিদ্ধান্ত দেন ঢাকা মহানগর দায়রা জজ। সেই মোতাবেক আজ মাদক মামলায় পরীমণি​​​​​​​র জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এতে পরীমণির পক্ষে তার আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

গত ৪ আগস্ট রাতে বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। পরে তিন দফায় সাত দিন পুলিশ রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমণিকে কারাগারে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here