বিনোদন প্রতিবেদক
আটকের ২৬ দিন পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে জামিন ঘোষণা করেন। জামিন হলেও মঙ্গলবার রাতেই চিত্রনায়িকা পরীমণির মুক্তি মিলেনি।
জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাশিমপুর কারাকর্তৃপক্ষের কাছে পরীর জামিননামা পৌঁছায়নি। তাই মঙ্গলবার পরীমণি কারামুক্ত হননি। আজ বুধবার তিনি মুক্তি পাবেন।
পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, আমরা পরীমণির জামিননামা দাখিল করেছি। তবে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো চলছে। প্রক্রিয়া শেষ হলেই প্রথমে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ যাবে। সেখান থেকে কাশিমপুর কারাগারে পৌঁছাবে। তারপর তিনি মুক্তি পাবেন। বুধবার তিনি মুক্তি পাবেন।