চীনে মাত্র এক দিনে ১০ তলা ভবন নির্মাণ!

1
8

আন্তর্জাতিক ডেস্ক
উঁচু একটি ভবন তৈরি করতে সাধারণত কয়েক মাস থেকে বছরখানেক কিংবা আরো বেশি সময় লেগে যায়। কিন্তু চীনের চাংশা শহরে ব্রোড গ্রুপ নামে একটি নির্মাণ কোম্পানি মাত্র একদিনের ব্যবধানে পুরো ১০তলা ভবন তৈরি করে ফেলেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, মাত্র একদিনের একটু বেশি সময়ে ১০ তলা একটি ভবন নির্মাণ করে করেছে চীনা কোম্পানি ব্রোড গ্রুপ। তারা বলছে, ভবনটি নির্মাণে সময় লেগেছে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট।

দ্রুত গতিতে ভবন নির্মাণের রহস্য সম্পর্কে চীনা কোম্পানিটি বলছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগেই এটির অবকাঠামো নির্মাণ করে একটি কারখানায় রাখা হয়েছিল। পরে ভবনের বিভিন্ন অংশ যন্ত্রের সাহায্যে একটির সঙ্গে আরেকটি জুড়িয়ে দেয়া হয়। এ কারণেই ভবনটি দাঁড় করাতে এত কম সময় লেগেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আবাসিক এই ভবনটি দাঁড় করানোর পর এটিতে পানি ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here