ছাগলে কলাগাছ খেয়ে ফেলায় আপন ভাইকে হত্যা

0
5

রংপুর সংবাদদাতা
চার বছর পর রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর সালাম হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। হৃদরোগে সালামের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও আপন ভাই ইব্রাহিম মিয়া তাকে হত্যা করেছে।

রবিবার পুলিশ জানায়,, ২০১৭ সালের ২৪ জুন সন্ধ্যায় মিঠাপুকুরের খোড়াগাছ উত্তরপাড়া (কুঠিপাড়া) এলাকায় বাড়ির পাশে রাস্তায় মৃত নুর ইসলামের ছেলে সালামের (৪৮) মৃতদেহ পাওয়া যায়। প্রায় ৪ বছর আগে ছাগলের কলা গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সালাম ও তার স্ত্রীর সাথে ইব্রাহিমের স্ত্রী ও ছেলের ঝগড়া হয়। এসময় ইব্রাহিম ও সালাম বাড়িতে ছিলেন না। বাড়িতে এসে সালাম ঘটনা শোনার পর জনৈক মোস্তফার বাড়িতে ঘটনার বিচার দেয়ার জন্য যায়। সেখানে গ্রেফতারকৃত ইব্রাহিমও ছিল। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে জনৈক গোলাম মোস্তফা তখন তাদের দুই ভাইকে থামিয়ে দিয়ে তারাবির নামাজের পরে আসতে বলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে পুনরায় উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ধাক্কাধাক্কি ও মারামারির এক পর্যায়ে সালাম মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং মৃত্যুবরণ করেন। এ বিষয়ে
পুলিশ জানায়, মামলাটি নিবিড় তদন্তকালে  বেশকিছু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার  ইব্রাহিম মিয়া আদালতে তার ভাই সালামকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here