জনসচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের প্রচারাভিযন
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্হ্য সুরক্ষার বিকল্প নেই। করোনা যায়নি, রয়েছে আপনার আশপাশে। সংক্রমণ এড়াতে ঘরের বাইরে গেলে নিয়মিত মাস্ক পড়ুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। করোনা জিবানু/ভাইরাস থেকে রক্ষায় সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন।
রবিবার ৫ সেপ্টেন্বর বেলা ১১টা থেকে দিনব্যাপী চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ও পৌর শহরের হাটবাজারে ভ্রাম্যমান অটোবাইকে প্রচার যন্ত্র লাগিয়ে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সিএফটিএম প্রকল্পের অর্থায়নে ভোলা জেলার চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরামের উদ্যোগে জন সচেতনতায় মাইকিং করা হয়েছে।
এসময় বাইক থেকে জনসাধারনকে জনসমাগমস্হলে মাস্ক পরা, করোনা থেকে বাঁচতে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসাধারণকে লিপলেট বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ ও নিয়ন্ত্রনে রবিবার থেকে চরফ্যাশনে ৮দিন ব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে।
প্রথমদিনের প্রচার অভিযান উদ্ভধন করেন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক।