জাতিসংঘ দিবস আজ

0
2

নিজস্ব প্রতিবেদক
পৃথিবী থেকে যুদ্ধকে বিদায় জানানো এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গঠিত জাতিসংঘ পুরোপুরি সফল হয়নি।

বিশ্ব থেকে যুদ্ধবিগ্রহ বিদায় করতে সেভাবে সফল হয়নি সংস্থাটি। যদিও তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এখনো বেজে উঠেনি। জাতিসংঘের বড় ব্যর্থতা ফিলিস্তিনি সংকট নিরসন এবং রোহিঙ্গাদের নিজ বাসভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে না পারা। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো ক্ষমতা এক্ষেত্রে বড় বাধা। ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে ভেটো প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ভেটো প্রয়োগ করছে চীন। ফলে এ দুটি ক্ষেত্রে জাতিসংঘ কার্যকারিতা হারাচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ আজ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে।

দিবসটি উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক সহযোগিতাধর্মী জাতিসংঘ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তার বাণীতে বলেন, ৭৬ বছর আগের বিপর্যয়কর এক সংঘাতের ছায়া থেকে বিশ্বের উত্তরণের প্রত্যাশার বাহন হিসাবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here