জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব রওশন ও বাবলু হাসপাতালে

0
11

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ২৭ দিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট থেকে তিনি হাসপাতালে।

অপর দিকে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা ৭৮ বছর বয়সি রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি দেখতে পান।

ওই সময় তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ছিল স্বাভাবিক, ২০০-এর বেশি। যেখানে এর স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, তবে তার করোনা ও ডেঙ্গু নেগেটিভ আসে।

এদিকে, বাবলুর করোনা ধরা পড়ে গত সোমবার। ৪ সেপ্টেম্বর সিলেটে উপনির্বাচনে দলীয় প্রার্থরে পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সেখানে অবস্থান করেন। ঢাকায় ফিরে অসুস্থ বোধ করেন, পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here