জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামির আশঙ্কা

0
24

আন্তর্জাতি ডেস্ক
জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে। জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এনএইচকে, রয়টার্স।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। টোকিওতেও এই ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্ট পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করছেন এর আগে ২০১১ সালে এই ফুকুশিমাতেই এ রকম শক্তিশালী এক ভূমিকম্পে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হয়ে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here