জাপান থেকে এল অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ টিকা

0
4

নিজস্ব প্রতিবেদক
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে তৃতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ডোজের বেশি টিকা ঢাকা পৌঁছেছে। এ দফায় এসেছে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ। এ নিয়ে দেশটি থেকে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ টিকা পেল বাংলাদেশ।

আজ মঙ্গলবার নিপ্পন এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বেলা সোয়া ৩টার দিকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে জাপানের নারিতা বিমানবন্দর থেকে টিকা নিয়ে রওনা হয় উড়োজাহাজটি।

এর আগে দুই চালানে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেবে দেশটি।

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে গত বছরের শেষের দিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল সরকার। কিন্তু দুই চালানে ৭০ লাখ টিকা আসার পর ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেয়। বাকিগুলো কবে আসবে তা এখনো অজানা।

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করার জন্য টিকা পেতে বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগ করে বাংলাদেশ। শেষে জাপান তাদের অতিরিক্ত থাকা টিকা বাংলাদেশকে দিতে রাজি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here