নিজস্ব প্রতিবেদক
নাটক ও সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। প্রয়োজন হলে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা।