জিডিপি টার্গেট কমাল সরকার

0
1

নিজস্ব প্রতিবেদক
মহামারী করোনাভাইরাসের আঘাতে ধসে পড়েছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। ২০২০ সালের শুরুতে প্রথম ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কয়েকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যা এখনো চলমান। এসব কর্মসূচি আগামী বছরের বাজেটেও চলমান থাকবে। এদিকে করোনার ধাক্কায় দেশের সব ধরনের উৎপাদন কমেছে। আয় কমেছে সরকারের এবং বেশির ভাগ মানুষের। অথচ বেড়েছে ব্যয়। যার ফলে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) টার্গেট কমিয়ে আনছে সরকার। চলতি বছরের বাজেটে জিডিপির টার্গেট ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। আসছে বাজেটে সেটিকে কমিয়ে ধরা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ। আর অর্থমন্ত্রী বলছেন, এবারের বাজেট হবে জীবন-জীবিকা সুরক্ষার বাজেট। এ জন্য বাজেটে সর্বাধিক গুরুত্ব পাবে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা খাত। গতকাল ভার্চুয়ালি জুম প্ল্যাটফরমে অনুষ্ঠিত জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা এবং আর্থিক ও আর্থিক মুদ্রা বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় এসব বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ বিভাগের একটি বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here