জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

0
3

ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার।

তার আগে বুধবার প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ রান করে বাংলাদেশ দল।

বুধবার হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

উদ্বোধনীতে তামিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে ৫২ বলে ২৫ রান করে আউট হন তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখ। দলীয় ১১০ রানে ৬২ বলে ৬৬ রান করে আউট হন তামিম।

মাত্র ২ রান করে আউট হন লিটন দাস। ৬০ বলে ৩৭ রান করে আউট হন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৩ বলে ২৮ আর ১২ বলে ১৮ রান করে ফেরেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান।

সবাই যাতে প্রস্তুতি জোরদারের সুযোগ পান সেজন্য ৪২ বলে ৩৯ আর ৩০ বলে ৩৬ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

১০ বলে ১২ আর ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৫০ ওভারে ২৯৬/৬ (তামিম ৬৬, মিঠুন ৩৯, সাকিব ৩৭, মোসাদ্দেক ৩৬, আফিফ ২৮, নাইম ২৫, নুরুল ১৮, সাইফউদ্দিন ১২*, মিরাজ ৫*)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here