জেলোচ্ছ্বাসে চর নিজাম থেকে ভেসে এলো দুটি হরিণ শাবক

0
10

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় যশের প্রভাবে সৃষ্ট জোয়ার ও জেলোচ্ছ্বাসের পানিতে চরফ্যাসনের চর নিজাম থেকে লোকালয়ে ভেসে এসেছে ২টি অসুস্থ হরিণ শাবক । কালকিনি বন বিভাগ শাবক দুটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে চর নিজামের নূর মোহাম্মদ কোম্পানির বাড়ির দরজা থেকে বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মীরা হরিণ শাবক দুটি উদ্ধার করে।

ভোলা উপকূলীয় বন বিভাগের জনৈক বিভাগীয় কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় যশের কারণে বঙ্গোপসাগর তীরবর্তী চর নিজামের কেওড়া বাগান থেকে জোয়ারের পানির স্রতে হরিণ শাবক দুটি ভেসে আসে। দীর্ঘ সময় পানিতে থাকায় তারা অসুস্থ হয়ে পরে। বন বিভাগের কর্মীরা হরিণ দুটিকে নিজ হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বর্তমানে শাবক দুটি আশংকা মুক্ত রয়েছে। প্রকৃতি শান্ত হলে হরিণ শাবক দুটিকে ফের বন বিভাগের অবমুক্ত করা হবে। এর মধ্যে ৬ মাস বয়সের ৫ কেজি ওজনের হরিণ শাবকটি পুরুষ এবং অন্যটি এক বছর বয়সের ৮ কেজি ওজনের হরিণটি স্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here