ক্রীড়া প্রতিবেদক
সিরিজের শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে তামিম বাহিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির এ ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। আজ দুই দলের একাদশেই একাধিক পরিবর্তন এসেছে।
টাইগার একাদশে লিটন দাসের বদলে নাইম শেখ এবং সাইফুদ্দিনের বদলে ঢুকেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে এসেছে চার পরিবর্তন। তাদের দলে ঢুকেছেন, ডিকওয়ালা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে এবং বিনুরা ফার্নান্ডো।
শ্রীলঙ্কাকে হতাশায় ডুবিয়ে দেওয়া বাংলাদেশের জন্য সময়টা উপভোগের। এক ম্যাচ আগেই সিরিজ জেতা টাইগাররা এখন হোয়াইটওয়াশের মিশন সম্পন্ন করতে মুখিয়ে। সিরিজটা ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত বলে পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ।