নিজস্ব প্রতিবেদক
আজ আবুধাবিতে অনুষ্ঠেয় সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নজর থাকবে অস্ট্রেলিয়ার ওয়ার্নারের ওপর।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষেই সবচেয়ে বেশি রান করেছেন ওয়ার্নার। তার মারকাটারি ব্যাটিংয়ে গত বছর প্রোটিয়াদের মাটি থেকে সিরিজ জিতে ফেরে অ্যারন ফিঞ্চের দল। তাছাড়া বিশ্বকাপে উভয় দলের একমাত্র ম্যাচটিতেও (২০১২) হাসি ছিল অজিদের। তবে সাম্প্রতিক সময় বলছে অন্য কথা।
শেষ ১০ ম্যাচের মধ্যে ৯ টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে টেম্বা বাভুমার দল। বিপরীতে অস্ট্রেলিয়া তাদের শেষ ১০ ম্যাচে জয় পেয়েছে মাত্র দু’টিতে। তাই কোনো সন্দেহ ছাড়াই এই ম্যাচে ফেভারিট দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।