টি-২০ বিশ্বকাপ : পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ মঙ্গলবার

0
3

ক্রীড়া প্রতিবেদক
দুর্দান্ত এক জয়, যা অতুলনীয় বললেও ভুল হবে না। চিরপ্রতিদন্ধী ভারতকে এমনভাবে হারানোটা স্বপ্ন ছিল অনেকদিন ধরেই, রোববার সেই স্বপ্ন এখন জ্বলজ্বলে বাস্তব। টি-২০ বিশ্বকাপের শুরুতেই ১০ উইকেটের দাপুটে জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানের। তাই বলে হাওয়ায় উড়ে যাচ্ছে না বাবর আজমরা। শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে পা মাটিতে রেখেই।

কিছুদিন আগেই পাকিস্তানে এসেও নিরাপত্তার কারণে কোনো ম্যাচ না খেলেই চলে যায় কিউইরা। তারপর থেকেই বিশ্বের অন্যতম শান্ত-শিষ্ট দেশটির প্রতি ক্ষুদ্ধ রমিজ রাজার পিসিবি। সাবেক পেসার শোয়েব আখতার তো বলেই দিয়েছেন এই ম্যাচে সব ক্ষোভ উগড়ে দিতে। তবে সব ছাপিয়ে এ ম্যাচকে বিশ্বকাপের অন্য আরেকটি ম্যাচের মতোই দেখছেন পাকিস্তানের বোলিং কোচ ফিল্যান্ডার।

তিনি বলেন, ‘আমরা আলোচনা করে পা মাটিতে রাখার গুরুত্ব বুঝিয়েছি। গত রাতে জয়টা বড় ছিল সবার কাছে। তবে আমাদের হাতে টুর্নামেন্টের আরও ম্যাচ আছে। গত রাতের ঘটনাকে পেছনে ফেলে কাল কী আছে সেই দিকেই আমাদের মনোযোগ। কাল আমাদের আরেকটি বড় ম্যাচ আছে এবং আশা করি ছেলেরা এর জন্য তৈরি।’

হেড টু হেড:

ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড

২৪ ১৪ ১০

বিশ্বকাপে:

৫ ৩ ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here