টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

0
6

মো: খায়রুল, টেকনাফ (কক্সবাজার) থেকে
কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ জানুয়ারী) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ সংলগ্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ আইস জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ

সময় সমুদ্র পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়া হলে সে হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ব্যাগটি তল্লাশী করে অভিযানকারী দল ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here