ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এই দুই সিরিজ হারে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের বার্ষিক হালনাদাগে পাঁচ পয়েন্ট হারালো বাংলাদেশ। তবে নবম স্থানেই রয়েছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৪৬।
১২১ রেটিং নিয়ে সবার উপরে ভারত। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড। এই দু’টি দল আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। ভারত-নিউজিল্যান্ডের পর তৃতীয় থেকে অষ্টমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৩৫ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে জিম্বাবুয়ে।