ক্রীড়া প্রতিবেদক
চলমান ‘টোকিও অলিম্পিক-২০২০’ তে প্রথম দিনেই মোট ২৮টি দেশ পদক পেয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হওয়া ১১টি সোনার ৯টি দেশ সেগুলো জিতে নিয়েছে। সর্বেমোট ৩টি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ জিতে এ তালিকায় শীর্ষে চীন। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ও জাপান। তারা সোনার সঙ্গে একটি করে রুপা জিতেছে।
এরপরই চতুর্থ স্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। তারা দুটি ব্রোঞ্জ ও একটি সোনা জিতেছে। ভারত ও রাশিয়াসহ কমপক্ষে একটি রুপা পদক জিতেছে এমন দেশের সংখ্যা ৯টি। আর শুধু ব্রোঞ্জ পদক জিতেছে এমন দেশ দশটি।