ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ল

0
12

নিজস্ব প্রতিবেদক
দেশে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এই দুই ধরনের জ্বালানি তেলের নতুন দর হবে লিটারপ্রতি ৮০ টাকা, যা এত দিন ৬৫ টাকা ছিল।

জ্বালানি মন্ত্রণালয় বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দর বুধবার গত রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।

দেশে ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। এর দাম বাড়ায় পরিবহনভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাকভাড়া বাড়লে সব পণ্যের পরিবহন খরচ বাড়বে।

জ্বালানি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, আন্তর্জাতিক বাজারে জালানি তেলের দাম বাড়ছে। এ কারণে প্রতিবেশী দেশসহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যা দর, তাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেল লিটারপ্রতি ১৩ টাকা ১ পয়সা ও ফার্নেস অয়েল ৬ টাকা ২১ পয়সা করে কমে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। গত অক্টোবরে বিপিসির লোকসান হয়েছে প্রায় ৭২৭ কোটি টাকা।

এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here