নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু জ্বর নিয়ে এক দিনে সারাদেশে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড এটি। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।
মোট শনাক্ত রোগীর মধ্যে এক হাজার ২০২ জনকে চলতি মাসে শনাক্ত করা হয়েছে। জুন মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। আর মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।