ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেটারের করোনা শনাক্ত

0
5

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পা রাখার ৪৮ ঘণ্টা পর নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এর আগে মঙ্গলবার দুপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে গত শুক্রবার ঢাকায় পৌঁছেন অ্যালেন ও আরেক ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম।

পরে করোনা টেস্টে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালন পজিটিভ হয়েছেন। তাকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।

টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here