ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

0
2

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহম্মাদ এব্যাপারে গণমাধ্যমকে বলেন, আগামী ১৭ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ক্লাস পরীক্ষা শুরু করতে পারবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম চালাতে হবে।

সভা সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। বিভাগগুলো চাইলে অনলাইন-অফলাইন মিলিয়ে একাডেমিক কার্যক্রম চালাতে পারবে। তবে অফলাইনে অবশ্যই ৬০ শতাংশের উপরে ক্লাস নিতে হবে।

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ দেড় বছর পর গত ৫ তারিখ স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেয়া হয়েছে।

আগামী ১০ তারিখ সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here