ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খেলবেন না। তাকে ছাড়াই বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ স্কোয়াড থেকে আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।
এমন অবস্থায় তাকে দলে ফিরিয়ে আনতে বিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল বলে গুঞ্জন উঠেছে। তবে সেটি উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, তামিমকে তার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা ভেবে দেখতে কিংবা রিভিউ করতে বিসিবির তরফ থেকে বলা হয়নি।
কেন বিসিবি তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানায়নি, সেটির কারণ হিসেবে পাপন বলেন, তামিম বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে ও আলোচনা করেই নিয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয়বার তাকে প্রস্তাব দেয়ার কোনো ঘটনাই ঘটেনি।’