তুরস্কে ১০ দিন পর কিশোরীকে জীবিত উদ্ধার

0
11

আন্তর্জাতিক ডেস্ক
ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাসে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরী আলেয়েনা ওলমেজকে উদ্ধার করা হয়।

সংবাদ মাধমে দেখা গেছে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে।

এর আগে ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা প্রায় ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন।

আনাদোলু নিউজ এজেন্সি জানায়, উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী। তাদের বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৬ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here