ভোলা সদর সংবাদদাতা
সাবেক সফল শিল্প ও বানিজ্যমন্ত্রী, ৬৯ এর মহানায়ক, ডাকসুর ভিপি, সাবেক প্রেসিডিয়াম সদস্য জীবন্তকিংবদন্তী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য ও ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর দ্রুত সুস্থতা কামনায় পরানগঞ্জ জামে মসজিদসহ কাচিয়া ইউনিয়নের ২৫ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) জুম্মার নামাজের পর ভোলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদের সুস্থতার জন্য এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব প্রিয় নেতা ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির সুস্থতা কামনায় পরানগঞ্জ জামে মসজিদসহ ২৫টি মসজিদে এই দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহাদাত হোসেন শাহিন, কাচিয়া ইউপি সদস্য আ: মালেক, আবদুল হাই সবুজ, মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। দোয়া মুনাজাত পরিচালনা করেন, পরানগঞ্জ জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা কাউসার আহমেদ ও মাওলানা মুফতী আমানুল্লাহ।