আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অজ্ঞান রয়েছেন।
থাই প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, রাজকুমারীর জ্ঞান এখনো ফেরেনি। রাজা মহা ভাজিরালংকর্নের বড় সন্তান বজ্রকিতিয়াভাকে থাইল্যান্ডের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী বিবেচনা করা হয়।
৪৪ বছর বয়সের এই রাজকুমারী মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে ১৫ ডিসেম্বর গুরুতর হার্ট অ্যারিথমিয়ার কারণে জ্ঞান হারান। এ অবস্থায় তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখতে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।