ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ। গড়ল সিরিজ জয়ের ইতিহাস।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুধবার দিবারাত্রির ম্যাচটিতে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ১৪১ বল হাতে রেখেই ছুঁয়েছে টাইগাররা।
সুবাদে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করল সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই টাইগারদের প্রথম সিরিজ জয়।
একই ভেন্যুতে এই সিরিজের প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে যা যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।
পরে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে সিরিজে ফেরে সমতা। তবে তৃতীয় ম্যাচটায় দাপুটে জয় তুলে নিয়ে বাংলাদেশ লিখল ইতিহাস।