দর্শকশূন্য স্টেডিয়ামে মোহামেডান-আবাহনী লড়াই

0
2

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর ধুন্ধমার লড়াই শেষ হয়েছিল ২-২ গোলে। আর এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচের ফল ১-১।

স্বাস্থ্যবিধির কারণে ম্যাচটি হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। দেশের দুই জনপ্রিয় ক্লাবের ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখতে পারেনি দর্শক, এমন কি টেলিভিশনে সম্প্রচারও হয়নি। বলতে গেলে নীরবেই হয়ে গেল দেশের ঐতিহ্যবাহী দুই দলের ম্যাচটি। কুমিল্লার মতো ম্যাচটি জমেনি এবার।

এই ম্যাচের ফল শিরোপা নির্ধারণে প্রভাব নেই। নাটকীয় কিছু না ঘটলে আবাহনী বা মোহামেডানের কারও পক্ষেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। তবে রানার্সআপ লড়াইয়ে থাকতে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই।

না জিতলেও আবাহনীর জন্য স্বস্তির খবর হলো প্রতিদ্বন্দ্বি মোহামেডানের সঙ্গে তাদের দূরত্বটা আগের মতোই থাকল। জয়টা বেশি প্রয়োজন ছিল মোহামেডানেরই, টেবিলে নিজেদের অবস্থান ওপরে তোলার জন্য।

এ ড্রয়ে দুই দলের ঝুলিতে যোগ হলো এক পয়েন্ট করে। তাতে টেবিলে অবস্থান পরিবর্তন হয়নি কারও। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী, ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here