দিলীপ কুমারের মৃত্যুতে অমিতাভের শোক

0
8

বিনোদন প্রতিবেদক
৯৮ বছর বয়সে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা দিলীপ কুমার। এ খবরে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রজগৎ। টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন।

তিনি লেখেন, চলচ্চিত্রের একটা প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় সিনেমার ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমার। তার পরিবারের প্রতি সমবেদনা। খোদা তাদের শক্তি দান করুন। তার আত্মার চিরশান্তি কামনা করি। গভীরভাবে শোকাহত।

অন্য এক টুইটে অমিতাভ লেখেন, স্বর্ণযুগের পর্দা নামল। আর জীবনে যা হবে না।

মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মারা যান দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ২৯ জুন সেখানে ভর্তি করা হয় তাকে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীসজ অনেকেই। বুধবার বিকেল পাঁচটায় অভিনেতাকে সমাহিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here