আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির অভিযোগ ওঠার পর অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ পদত্যাগ করেছেন। এই পদে পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শ্যালেনবার্গকে স্থলাভিষিক্ত করেছেন সেবাস্তিয়ান কুর্জ। বিবিসি।
ক্ষমতাসীন কনজারভেটিভ পিপিলস পার্টির বিভিন্ন স্থাপনায় অভিযানের পর সেবাস্তিয়ান কুর্জ ও তাঁর ৯ সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে দেশটির ট্যাবলয়েড সংবাদপত্রে ইতিবাচক প্রচারণায় সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
জোট সরকারের কনিষ্ঠ সহযোগী গ্রিন পার্টি সেবাস্তিয়ান কুর্জের চ্যান্সেলর পদে থাকা নিয়ে আপত্তি তোলার পর তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো। এরই মধ্যে গ্রিন পার্টি বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে, আগামী সপ্তাহেই বিরোধী দল চ্যান্সেলরের বিরুদ্ধে অনাস্থা ভোটের হুমকি দিয়ে আসছিল।
গ্রিন পার্টির নেতা ও ভাইস চ্যান্সেলর ওয়ের্নার কগলার সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি শ্যানেলবার্গের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, তাদের সঙ্গে ‘খুবই গঠনমূলক’ সম্পর্ক রয়েছে।
পদত্যাগ করার পর কর্জ বলেন, বিশৃঙ্খলা এড়াতে এই মুহূর্তে স্থিতিশীলতা অনেক বেশি দরকার। তিনি আরও বলেন, চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলেও তিনি দলীয় প্রধানের পদে থাকছেন, এ ছাড়া নিয়মিত পার্লামেন্টের অধিবেশনেও বসবেন।