নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। সাগর বেষ্টিত এইদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। আমরা প্রাকৃতিক ঝড় জলোচ্ছাস দূর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবোনা, তবে ঘূর্ণিঝড়, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা, দূর্যোগের পূর্বাভাস, উদ্ধার, আশ্রয়ণ ও পূনর্বাসনের জন্য আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। তাই দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল।
সোমবার চরফ্যাসনের চর মানিকা, রসুলপুর এলাকায় ঘুর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এমপি জ্যাকব বলেন, ডেল্টা প্লানের আওতায় সরকার জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্লানের বাস্তবায়ন হলে প্রাকৃতিক দূর্যোগে প্রাণহানিসহ সম্পদের ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। দূর্যোগ মোকাবেলায় আগাম সতর্ক বার্তার কারনে উপকূলীয় এলাকায় অতি সাম্প্রতিক কয়েকটি ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমান কম হয়েছে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কার্বন নি:সরণ কমাতে কাজ করছে।
সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মো: মোরশেদ, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ইউপি চেয়ারম্যান এসোশিয়েসনের সভাপতি মো: হোসেন, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র।