দৃষ্টিনন্দন বাতিতে তিলোত্তমা রূপ নিচ্ছে রাজশাহী

0
3

রাজশাহী সংবাদদাতা
দৃষ্টিনন্দন সড়কবাতিতে অনন্য রূপে সাজছে সবুজ মহানগরী খ্যাত শহর রাজশাহী। পদ্মা পাড়ের এই ছোট মহানগরীকে আরও সৌন্দর্যমণ্ডিত, বর্ণিল ও আলোকোজ্জ্বল করতে মহানগরীর আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হচ্ছে।

ফোরলেন সড়কের ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ডিভাইডারজুড়ে বসানো হবে নান্দনিক ২৮৫টি পোল। এরমধ্যে ২৪০টি পোলে দুটি করে মোট ৪৮০ সড়কবাতি এবং ৪০টি পোলে একটি ৪০টি সড়কবাতি বসানো হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হচ্ছে। আর এই কাজ চলমান থাকায় দ্রুতই পুরোপুরি বাস্তবায়ন হতে যাচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কাজ শেষ। এই মহাসড়কের আলিফ-লাম-মীম ভাটা মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখি ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রিজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘের ফ্লাইওভার এরই মধ্যে নির্মিত হয়েছে। এছাড়া নগর ভবন থেকে সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া হয়ে সোনাদিঘী মোড় হয়ে রাণীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন পোলে ৯৬টি সড়কবাতি বাসানো কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে বাতিগুলো আলোর বিচ্ছুরণের অপেক্ষায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here