দেশের ১৪০ গ্রামে আগাম ঈদ উদযাপন

0
6

নিজস্ব প্রতিবেদক
সারাদেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল থেকে প্রতিবারের ন্যায় এবারও ১৪০ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। ঈদ জামাত শেষে কোলাকুলি ও হাত মিলিয়ে মুসল্লিরা কুশল বিনিময় করেন।

সাতকানিয়া (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

টেকেরহাট (মাদারীপুর): সোমবার মাদারীপুর জেলার ৪০ গ্রামে ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।

তাহিরপুর, (সুনামগঞ্জ): সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চার গ্রামের শতাধিক পরিবার।

লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের সাড়ে চার শত, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রায় একশত ও কাউখালী উপজেলার শিয়ালকাঠি ই্উনিয়নের বেলতলা গ্রামের প্রায় ৫০টি পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

শেরপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আজ সোমবার আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে।

ভোলা: ভোলার সাত উপজেলার ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদুল ফিরত পালন করছেন।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ সিনিয়র মাদ্রাসা জামে মসজি, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, ফাজিল পুর দায়রা শরীফ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here