দেশে করোনায় সর্বোচ্চ ২০১ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১১,১৬২

0
1

নিজস্ব প্রতিবেদক
করোনায় আবার দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। আগের দিন গত মঙ্গলবারের ১৬৩ জনের মৃত্যুর রেকর্ড ভেঙে গতকাল বুধবার এক দিনে দেশে এযাবৎকালের সর্বোচ্চ ২০১ জন মারা গেছেন। মহামারীর ১৬ মাসে এই প্রথম দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০-এর ওপরে উঠল।

গত ২৫ জুন দেশে প্রথম সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যু হয়। পরের দিন তা নেমে আসে ৭৭ জনে। এরপর ২৭ জুন আবার সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। এর থেকে মৃত্যুর সংখ্যা ১০০-এর নিচে নামেনি; বরং বাড়তে বাড়তে গতকাল ২০০ অতিক্রম করল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩।

একইভাবে রোগীতেও দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৬২ জনের রেকর্ড হয়েছে গতকাল। করোনাভাইরাসের ডেল্টা ধরনের ব্যাপক বিস্তারের মধ্যে এপ্রিলের রেকর্ড ভেঙে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়ায় গত ২৮ জুন। এরপর ১ জুলাই থেকে সারা দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি হয়। এর মধ্যেই গত মঙ্গলবার রেকর্ড ১১ হাজার ৫২৫ জন রোগী শনাক্তের খবর আসে। পরদিন শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখনো তা ১১ হাজারের ওপরে রয়েছে। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮।

তবে পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার দুদিন ধরেই ৩১ শতাংশের মধ্যেই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here