নানারকম রোগ থেকে মুক্তি দেয় ক্যাপসিকাম

0
15

নিজস্ব প্রতিবেদক
সারাবছর ধরে পাওয়া গেলেও অধিকাংশ মানুষই ক্যাপসিকামকে গুরুত্বই দেন না। অথচ এটি খাওয়া দরকার।
কেন খাবেন ক্যাপসিক্যাম-: ১. ক্যাপসিকামে প্রচুর ভিটামিন সি রয়েছে। করোনার বিরুদ্ধে লড়তে নিয়মিত খেলে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে এটি। ২. ভিটামিন এ রয়েছে এতে। চোখের নানা রকম সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্যাপসিকাম খাওয়া উচিৎ। ৩. ক্যাপসাইসিনস নামক একটি উপাদান থাকে এতে। যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। ৪. কোলেস্টেরল কম থাকে। খেলেও ওজন বেড়ে যাওয়ার চিন্তা থাকে না মোটেই। ৫. মাইগ্রেনের ওষুধ বলা হয় ক্যাপসিকামকে। লাল কিংবা সবুজ, যেকোনও ক্যাপসিকামই শরীরে এবং মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে মাথা যন্ত্রণা, মাইগ্রেন এসকল সমস্যার সমাধানে কার্যকরী ক্যাপসিকাম। ইন্টারনেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here