ক্রীড়া প্রতিবেদক
মোহামেডান, রুপালী ব্যাংকের পর শুভসূচনা করলো আবাহনীও। ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের দ্বিতীয় দিন আজ (শুক্রবার) বিকেএসপি ৩ নম্বর মাঠে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনীর মেয়েরা।
সানদিহা ইসলাম আশা আর সাবেকুন নাহারের বিধ্বংসী বোলিংয়ে কেরানিগঞ্জ একাডেমি মাত্র ১০৫ রানে অলআউট হয়। জবাবে ওপেনার মুর্শিদা খাতুন (৪৪), ইশমা তানজিম (২৪) আর আফিয়া আনামের (২০) ব্যাটিং দৃঢ়তায় ২০.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ১০৫/১০, ৪৮.৩ ওভার (শাহনাজ পারভিন ৫০, জামিলা আকতার ৬, সামিয়া আইরিন আইভি ১০, সানদিহা ইসলাম আশা ৩/৮, সাবেকুন নাহার ২/১৭, ইসমা তানজিম ১/২, জাহানারা আলম ১/২১, ফাতেমা আকতার ১/১২)
আবাহনী: ১০৬/৩, ২০.৫ ওভার (মুর্শিদা খাতুন ৪৪, শামিমা সুলতানা ৭, ইশমা তানজিম ২৪, আফিয়া আনাম ২০, শাহনাজ পারভিন ১/১৯, শারমিন আকতার ২/১৮)