আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ( ১২ এপ্রিল) সকাল ৯টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রুকলিন শহরের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, সানসেট পার্কের ৩৬ নাম্বার স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে তারা যান। ওইখানে যেয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক উদ্ধার করেন।
ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় তারা উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।