নিজস্ব প্রতিবেদক
২ বাংলাদেশি শিক্ষার্থী পেল নিউইয়র্ক টাইমসের বৃত্তি
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বৃত্তি পেয়েছে ১২ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন বাংলাদেশি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বছরে ১৫ হাজার ডলার করে পাবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সবাই দারিদ্র্য, বুলিং, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট এবং পারিবারিক শোক মোকাবিলা করে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তুলেছে। তাদের কারও বয়সই ১৮ বছরের বেশি নয়।
যারা বৃত্তি পেয়েছে, তারা হলো বাংলাদেশের সামিয়া আফরিন ও লামিয়া হক; পাকিস্তানের আয়মা আলি, চীনা বংশোদ্ভূত ব্রায়ান ঝ্যাং ও জেনিফার ওয়েং; কাজাখস্তানের এনলিক কাজাশেভা; এস্তোনিয়ার আলেক্স কোয়িভ; ইকুয়েডরের মেয়ে জাইলেন সিনচি; নিউইয়র্কের ব্রনক্সের ডেনিয়েল নাইট ও নিকল রাজগর, টাইগারলিলি হপসন ও জেলিস উইলিয়ামস। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৯ সাল থেকে চালু হওয়া এই বৃত্তি কর্মসূচি মূলত জনসাধারণের দান ও একটি দাতব্য তহবিলের মাধ্যমে পরিচালিত।