নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চার মাস পর বিধিনিষেধ গত ১১ আগস্ট থেকে শিথিল করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু শুরুর নির্দেশ দেয়া হলেও কুয়াকাটা, কুকরী-মুকরী, তারুয়া সৈকত, বেতুয়া প্রশান্তি পার্ক, কক্সবাজার সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছিল প্রশাসন।
কিন্তু ১২ আগস্ট প্রজ্ঞাপন জারি হয়, ১৯ আগস্ট থেকে সব পর্যটন স্পট শর্ত সাপেক্ষে ( ৫০ ভাগ আসন খালি রেখে) খুলে দেয়া হচ্ছে। কিন্তু শুক্রবার থেকেই ভ্রমণ ও সমুদ্রপ্রেমীরা সৈকত এলাকায় ভিড় জমিয়েছেন।
তবে প্রশাসনের নির্দেশনা না থাকার কথা বলে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা সৈকততীরে ভিড় করা নানা বয়সি মানুষকে ফিরিয়ে দিয়েছেন। কিছু কিছু পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৈকতে নেমে পড়েন ভ্রমণপ্রেমীরা।
কক্সবাজার সৈকত থেকে পর্যটক সরাতে রীতিমতো মাইকিং করতে হচ্ছে প্রশাসনকে।