নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগালের খেলা আজ

0
2

ক্রীড়া প্রতিবেদক
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার দুটি কাজ করেছে। প্রথমত, বিশ্বকাপের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, শিরোপা প্রত্যাশী বড় দলগুলোর মনে ঢুকিয়ে দিয়েছে ভয়। সেই ভয় সঙ্গে নিয়েই আজ কাতার বিশ্বকাপের পঞ্চম দিনে মাঠে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জি গ্রুপে নেইমারদের ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এইচ গ্রুপে পর্তুগাল মুখোমুখি হবে আফ্রিকার দেশ ঘানার। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এ ছাড়া আজ ম্যাচ আছে আরো দুটি। জি গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ক্যামেরুন। ম্যাচটা শুরু হবে বিকাল ৪টায়। এইচ গ্রুপের অন্য ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বাজবে এই ম্যাচ শুরুর বাঁশি। চারটি ম্যাচ হলেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ব্রাজিল-সার্বিয়া ও পর্তুগাল-ঘানার ম্যাচ দুটি। উরুগুয়েও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন। দলটিতে রয়েছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়েগো গডিনদের মতো বিশ্বমানের তারকা। তারপরও দক্ষিণ আমেরিকার এই দলটিকে নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলটা কম। বিশেষ করে বাংলাদেশে।

নেইমারদের ব্রাজিলই মূল আকর্ষণ। তবে পর্তুগাল দলটিও খারাপ না। রোনালদোর সঙ্গে হুয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভা, আন্দ্রে সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের সামর্থ্য আছে লক্ষ্য ছোঁয়ার। ব্রাজিল-পর্তুগাল, দুই দলই জানে লক্ষ্য ছোঁয়াটা হবে কঠিন। তবে সেই লক্ষ্যে দুই দলই চায় শুরুটা ভালো করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here