নেত্রকোনা সংবাদদাতা
বজ্রপাতে নেত্রকোনার খালিয়াজুরীতে ১ জন, কেন্দুয়ায় ২ জন, মদনে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮ জন। বেশ কিছু গবাদিও পশু মারা গেছে।
আজ মঙ্গলবার দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থেকে কোথাও কোথাও বৃষ্টি হয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুই কিশোরসহ নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২)। মদন উপজেলার দুই কিশোর হাফেজ আতাউর (২০) ও হাফেজ শরিফ (১৮) নামে আরও দু’জন মারা গেছে। খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)।
জানা যায়, হাওর উপজেলায় কেউ কেউ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কেউ সবজি বাগানে কাজ করছিলেন। এদিকে মদন একটি মাদ্রাসার কয়েক শিক্ষার্থী খোলা জায়গায় খেলা করছিল। এসময় আরও দু’জন নিহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু নাম পরিচয় বা সঠিকভাবে নিশ্চিত হয়ে কেউ বলতে পারছে না।