ন্যায্যমূল্য না পেয়ে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

0
5

নাটোর সংবাদদাতা
ন্যায্যমূল্য না পাওয়ায় নাটোরের সিংড়া উপজেলার বাহাদিপুর দুধহাটার দুধ বিক্রেতারা শনিবার সকালে তাঁদের দুধ সড়কে ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে তাঁরা চামারি-নাটোর সড়কে দুধ ফেলে দেন। এ সময় তাঁরা সরকারের কাছে দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বাহাদিপুর দুধহাটায় দুধ বিক্রি করতে আসা কয়েকজন খামারি বলেন, প্রতিদিন তাঁরা দুধ সংগ্রহ করে এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। সব মিলিয়ে এখানে অন্তত এক টন দুধের আমদানি হয়। দুধের প্রধান ক্রেতা প্রাণ ও আড়ং ডেইরি। এ ছাড়া আশপাশের শহরের মিষ্টি ও ছানা ব্যবসায়ীরা এখান থেকে দুধ সংগ্রহ করেন। তবে ছুটির দিনে প্রাণ ও আড়ং ডেইরি দুধ কিনতে আসে না। সেদিন দুধের ক্রেতা ও দাম দুটোই কম হয়। নাটোরের আটটি পৌর শহরে স্থানীয়ভাবে লকডাউন থাকায় ও সোমবার থেকে জাতীয়ভাবে লকডাউন শুরুর ঘোষণা থাকায় কয়েক দিন ধরে ক্রেতার সংখ্যা একেবারে কমে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here