পদ্মা সেতুতে পরীক্ষামূলক পিচঢালাই চলছে

0
8

নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য সব রকমের প্রস্তুতি এগিয়ে চলছে। সেতুতে পরীক্ষামূলকভাবে পিচঢালাই শুরু হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে পুরো সেতুতে পিচঢালাই চলবে।

এদিকে যানবাহন চলাচলের পথ তৈরির জন্য কংক্রিটের স্ল্যাব বসানোর কাজও দ্রুত এগোচ্ছে। আর ১৪৪টি স্ল্যাব বসানো হয়ে গেলেই মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত একটানা পথ তৈরি হয়ে যাবে।

সূত্র জানিয়েছে, মূল সেতুতে সড়কপথ তৈরির জন্য বাকি স্ল্যাবগুলো বসানো এখন মূল কাজ। সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা ছিল।

৩০ জুন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৮৭ শতাংশ। সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here