পদ্মা সেতুর চীনা প্রকৌশলী নিখোঁজ

0
5

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে মাঝ নদীতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় চীনা প্রকৌশলী মিস্টার জো (২৫) নিখোঁজ রয়েছেন। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা এই প্রকৌশলী কোনোভাবে উত্তাল পদ্মায় পড়ে তলিয়ে গেছেন। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৮টা থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার (টি-১৩) নির্মাণ কজে এই প্রকৌশলী কর্মরত ছিলেন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁডির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরি করে কর্মকর্তারা থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। জো’কে সহকর্মীরা খুঁজে পাচ্ছিলেন না।

বিষয়টি অবহিত হয়ে সব দিকে খোঁজাখুঁজির পর দায়িত্বশীলরা বিষয়টি রাত সাড়ে ৯টার দিকে পুলিশকে অবহিত করেন। মঙ্গলবার দিবাগত রাত এই প্রতিবেদন লেখার সময় এই প্রকৌশলীর খোঁজ মিলেনি। কোস্টগার্ড মাওয়া স্টেশন ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। ফায়ার সার্ভিস তলব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here