বিনোদন প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন আবেদন করেছেন নায়িকা পরীমণির আইনজীবী। রবিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, শনিবার (২১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মহানগর হাকিম আশেক ইমাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন আদালতের হাজতখানায় আনা হয় নায়িকা পরীমণিকে।
এই আদেশের ফলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত কারাগারেই থাকতে হচ্ছে পরীমনিকে। পরীমনি বর্তমানে কশিমপুর কারাগারে রয়েছেন।