পর্যটকদের জন্যে ১৯ আগস্ট খুলছে জ্যাকব টাওয়ার

0
110

নিজস্ব প্রতিবেদক

চরফ্যাশনের অন্যতম পর্যটন স্পট জ্যাকব টাওয়ার ও ফ্যাশনস্কয়ার খুলে দেয়া হচ্ছে আগামী বৃহস্পতিবার ১৯ আগস্ট। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী স্বস্থ্যবিধিে মেনে এবং ৫০ ভাগ আসন খালি রেখে এই টাওয়ার খুলে দেয়া হচ্ছে।

 

লকডাউন বা কঠোর বিধিনিষেধের কারনে দীর্ঘ দিন জ্যাকব টাওয়ার দর্শকদের জন্যে উম্মুক্ত ছিল না। গত ১২ আগস্ট সরকারের সংশোধিত প্রজ্ঞাপনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হওয়ায় জ্যাকব টাওয়ারও খুলে দেয়া হচ্ছে।

১৯ আগস্ট এই টাওয়ার খুলে দেয়া হলেও ইতিমধ্যে প্রতিদিন বিপুল সংখ্যাক পর্যটক ও ভ্রমণ পিপাসু্ এই টওয়ারের পাদদেশে ও ফ্যাশন স্কয়ারে এসে ভীড় করছেন।

ছবিতে ১৪তম তলা থেকে তোলা চরফ্যাশনের প্রাকৃতিক দৃশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here