নিজস্ব প্রতিবেদক
কুইন আইল্যান্ড অফ বেঙ্গল নামে পরিচিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা।
জেলার মূল ভূখন্ড থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চর কুকরী মুকরী ও তাড়ুয়া যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। ট্রলার বা স্প্রীডবোটে কুকরী মুকরী যেতে পথে দেখা মেলে অপুরূপ নৈসর্গীক দৃশ্যসহ শান্ত সাগরের আসীম জলরাশি।
সুন্দরবনের মতই গহীন অরণ্যের বুকচিরে সরু জলস্রোতের দুই ধারে ম্যানগ্রোভ বনাঞ্চল। কুকরী মুকরীর ম্যানগ্রোভ বনে প্রায় ২৭২ প্রজাতির উদ্ভিদ, হরিণ, বানর, বনমহিষসহ প্রায় ৪৫ প্রজাতির প্রাণী ও প্রায় ২০৯ প্রজাতির পাখি রয়েছে।
অন্যদিকে তাড়ুয়া সৈকতে লাল কাঁকড়া, অবারিত নীল সাগরের ঢেউ, বালু ঝড় ও সমুদ্র সৈকতের মনমুগ্ধকর দৃশ্য প্রশান্তি এনে দিবে যে কারো মনে। পর্যটক আকর্ষণে বর্তমানে নতুন সাজ সেজেছে কুকরী মুকরী ও তাড়ুয়া।