পাওয়েলের ৫ ছক্কার ঝড়ে উইন্ডিজের জয়

0
2

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরুর উপলক্ষ দারুণভাবে রাঙালেন রভম্যান পাওয়েল। দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে তিনি খেললেন ঝড়ো ইনিংস। কম ওভারের বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

একই মাঠে সোমবার হবে দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১১ ওভারে ১৩১/৮ (ডি কক ০, হেনড্রিকস ২১, রুশো ১০, মারক্রাম ১৪, মিলার ৪৮, ক্লসেন ১, পার্নেল ৪, মাগালা ১৮*, ফোরটান ৪, নরকিয়া ০*; আকিল ২-০-২৮-১, কটরেল ৩-০-৩১-২, জোসেফ ২-০-২১-১, শেফার্ড ২-০-২০-১, স্মিথ ২-০-২৭-২)

ওয়েস্ট ইন্ডিজ: ১০.৩ ওভারে ১৩২/৭ (কিং ২৩, মেয়ার্স ৬, চার্লস ২৮, পুরান ১৬, পাওয়েল ৪৩*, শেফার্ড ৩, স্মিথ ৫, আকিল ০, চেইস ৪; ফোরটান ২-০-৪২-১, পার্নেল ১.৩-০-২৫-০, মাগালান ২-০-২৭-১, নরকিয়া ৩-০-১৭-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান অব দা ম্যাচ: রভম্যান পাওয়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here